আজকাল ওয়েবডেস্ক: যেন স্বপ্নের সুইজারল্যান্ড! পুরু বরফের চাদরে ঢাকল জম্মু ও কাশ্মীরের শ্রীনগর। পারদ নামল হিমাঙ্কের নীচে। ডাল লেক থেকে রাস্তাঘাট। সাদা বরফের চাদরে ঢেকেছে গোটা শহর। গত ৫০ বছরে এমন হাড়কাঁপানো ঠান্ডার সাক্ষী থাকেনি শ্রীনগর।
শনিবার মৌসম ভবন জানিয়েছিল, শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে মাইনাস ৮.৫ ডিগ্রি সেলসিয়াসে। ৫০ বছরে শীতলতম রাতের সাক্ষী থাকল শ্রীনগর। শুক্রবার থেকে তুষারপাত শুরু হয়েছে শ্রীনগর ও সংলগ্ন এলাকায়। ১৯৭৪ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার ডিসেম্বর মাসে তাপমাত্রার পারদ এতটা নামল শ্রীনগরে। ১৯৭৪ সালে ডিসেম্বরে তাপমাত্রা নেমেছিল মাইনাস ১০.৩ ডিগ্রিতে। ১৯৩৪ সালের ১৩ ডিসেম্বর তাপমাত্রা নেমেছিল মাইনাস ১২.৮ ডিগ্রিতে। সেই রেকর্ড এখনও পর্যন্ত ভাঙেনি।
ডিসেম্বরের শেষদিকে প্রবল শৈত্যপ্রবাহে জবুথবু দশা জম্মু ও কাশ্মীরে। এই শৈত্যপ্রবাহকে স্থানীয় বাসিন্দারা বলেন 'চিল্লাই কালান'। ৪০ দিন এটি স্থায়ী হয়। শুক্রবার থেকে শুরু হয়েছে 'চিল্লাই কালান'। ২১ ডিসেম্বর থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে 'চিল্লাই কালান' পর্ব। এই সময়কালে পুরু বরফের চাদরে ঢাকা থাকে পথঘাট। বরফের আস্তরণ পড়ে ডাল লেকের উপরেও। স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়। এমনকী সড়কপথেও যান চলাচল কিছু সময় স্তব্ধ হয়।
